বাজার
বিদেশে এখন
বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম
গাজায় যুদ্ধবিরতির অনিশ্চয়তা, হামাস-ইসরাইল সংঘাত আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে বাড়লো জ্বালানি তেলের দাম।

সোমবার (৬ মে) ব্রেন্ট অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৫১ সেন্ট বেড়ে দাঁড়ায় ৮৩ ডলার ৪৭ সেন্টে। বাড়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট জ্বালানি তেলের দাম।

সৌদি আরবের অপরিশোধিত জ্বালানি তেলের বিক্রয়মূল্য বাড়ানোর প্রভাবও পড়েছে তেলের বাজারে। আরও আছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়া কমার বিষয়টি। গেল সপ্তাহে ভূ-রাজনৈতিক অস্থিরতায় ব্রেন্ট আর ওয়েস্ট টেক্সাস অপরিশোধিত জ্বালানি তেলের দাম কিছুটা কমেছিল। 

হামাস ইসরাইলের যুদ্ধবিরতি কার্যকর না হলে মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কায় কয়েক মাস ধরেই ওঠা নামা করছে বিশ্বের জ্বালানির বাজার।

এদিকে সোমবার সকালে শরণার্থী শিবির রাফায় আশ্রয় নেয়া সাধারণ ফিলিস্তিনিদের জরুরি ভিত্তিতে সরে যেতে বলা হয়েছে। রাফায় সেনা অভিযান পরিচালনার আশঙ্কা বাড়ছে।

ইএ