গেজেট
তথ্য-প্রযুক্তি
গেমারদের জন্য কয়েকটি সেরা কিবোর্ড
গেমিং পিসি বা ল্যাপটপ যতই ভাল হোক না কেন, গেমিংয়ে ভাল এক্সেসরিজ ছাড়া ভাল পারফর্ম করা সম্ভব না। সবচেয়ে বড় কথা গেমিংয়ে ভালো কিবোর্ড থাকা খুবই জরুরি। ভালো কিবোর্ডের দাম আবার অনেক বেশি। অবশ্য কিছু কিছু ক্ষেত্রে একটু বাড়তি খরচ করাই ভালো।

উদাহরণস্বরূপ, ভালো মানের কিস্ট্রোকসহ ভাল কিবোর্ডগুলোর দাম একটু বাড়তি। এখানে কেবল কিস্ট্রোক গুরুত্বপূর্ণ নয়। আরও অনেক দিক রয়েছে, যা গেমিং কিবোর্ডের ব্যবহার সহজ করে দেবে।

২০২৪ সালে এসে সেরা গেমিং কিবোর্ডগুলো বাছাই করে কেনাকাটা সহজ করতে কয়েকটি কিবোর্ড সম্পর্কে তুলে ধরা হলো-

লজিটেক জি৭১৫ সেরা মিড-রেঞ্জ গেমিং কিবোর্ড

তালিকায় প্রথম গেমিং কিবোর্ডটি হিসেবে রাখা হয় মাঝামাঝি দামের লজিটেক জি৭১৫। দুর্দান্ত কিবোর্ড হিসেবে এতে রয়েছে বিভিন্ন ধরনের কিস্ট্রোকের বিকল্প সুবিধা। সেরা টাইপিং অনুভূতি পেতে সবচেয়ে উপযুক্ত হতে পারে এই কিবোর্ডটি।

জি৭১৫ তে রয়েছে চিত্তাকর্ষক বিল্ড কোয়ালিটি। যা গেমিং সেশনগুলোয় ভালো পারফর্ম করবে। এই কিবোর্ডে তারযুক্ত ও ওয়্যারলেস উভয় সংযোগের ব্যবস্থা রয়েছে। গেমিং ডেস্কে তারবিহীন রাখতে এর রিসিভার বা ব্লুটুথ দিয়ে চালানো যাবে আবার কেউ চাইলে ইউএসবি-সি ক্যাবল দিয়েও যুক্ত রাখতে পারবে।

কিক্রন কে২ (ভার্সন-২) সাশ্রয়ী মূল্যের ওয়্যারলেস গেমিং কিবোর্ড

প্রো-গেমারদের মতো যাদের বেশি বাজেট নেই, এটি তাদের জন্য সবচেয়ে উপযোগী। কিন্তু তার মানে এই নয় প্রো-গেমারদের সেটআপ করতে না পারলে পারফরম্যান্স বিসর্জন দিতে হবে। সেক্ষেত্রে কিক্রন কে২ বাজেট ফ্রেন্ডলি এবং আকর্ষণীয়।

কিক্রনের এই ওয়্যারলেস মেকানিক্যাল কীবোর্ডটি কারও কারও কাছে নতুন নাম হতে পারে। এই গেমিং কিবোর্ডটি সাশ্রয়ী মূল্যের, যা যান্ত্রিক কিবোর্ডের জগতে গেমারদের মাঝে সাড়া ফেলেছে।

পূর্ণ আকারের কিবোর্ড ছাড়াই এটাতে সমস্ত প্রয়োজনীয় কিস্ট্রোক রয়েছে। এছাড়া বিল্ড কোয়ালিটির দিক দিয়ে এই কিবোর্ডে গেমিং সেশনগুলো ভালোভাবে পরিচালনা করতে পারবে গেমাররা।

কে২ ইউএসবি-সি বা ব্লুটুথের মাধ্যমে সংযুক্ত করা যাবে পিসিতে। তবে এটি মূলত ওয়্যারলেস গেমিং কিবোর্ড ডেস্ক সেটআপ করার জন্য পারফেক্ট।

রেজার হান্টসম্যান মিনি – বেস্ট কমপ্যাক্ট গেমিং কিবোর্ড

যদি ডেস্কের জায়গা অনেক থাকে তাহলে রেজার হান্টসম্যান মিনি কিবোর্ডটি নেওয়ায় যেতে পারে। হান্টসম্যান মিনিতে রয়েছে রেজারের উদ্ভাবনী অপটিক্যাল কিস্ট্রোক। গেমিং কিবোর্ডটিতে ক্লিকি বা লিনিয়ার অপশন রয়েছে। আরজিবি লাইটিং কিস্ট্রোক থাকায় একটি ভালো রেসপন্স কোয়ালিটি দেবে।

কাস্টমাইজেশন পছন্দ করেন এমন গেমারদের জন্য এই কিবোর্ড সেরা হতে পারে। হান্টসম্যান মিনি রেজারের সিন্যাপস ৩ সফ্টওয়্যারটির সাথে জটিল ম্যাক্রো তৈরি করা থেকে শুরু করে প্রতি কিস্ট্রোক আরজিবি আলোর প্রভাব কাস্টমাইজ করতে পারে।

তবে মনে রাখতে হবে, এই গেমিং কিবোর্ডটি তারযুক্ত কিবোর্ড।

কুলার মাস্টার এমকে৭৭০ গেমিং কিবোর্ড

কুলার মাস্টার এমকে৭৭০ দামের দিক দিয়ে সেরা কিবোর্ড। এটিতে ত্রি-মোড কানেক্টিভিটি ব্যবস্থা পাওয়া যাবে। এই কিবোর্ডে লো-ল্যাটেন্সি ২.৪ গিগাহার্টজ ওয়্যারলেস, ব্লুটুথ এবং ইউএসবি-সি সংযোগের ব্যবস্থা রয়েছে।

কিবোর্ডটির হট-সোয়াপেবল পিসিবি কাস্টমাইজ টাইপিং সুবিধা দেবে। এছাড়া পছন্দের সাথে মিল রেখে বিভিন্ন কিস্ট্রোক অদলবদল করারও সুযোগ রয়েছে। 

ইএ