দেশে এখন
স্বাস্থ্য
বৃষ্টিতে এডিস মশার প্রজনন দ্বিগুণহারে বাড়ার আশঙ্কা
গ্রীষ্মের আকাশে দীর্ঘ একমাস তাপপ্রবাহের পর মেঘের আনাগোনা, বহুল প্রতিক্ষীত বৃষ্টির দেখাও পেয়েছে নগরবাসী। তবে এই মেঘ বৃষ্টির খেলা এবং থেমে থেমে হওয়া বৃষ্টিই দিচ্ছে ডেঙ্গুর অশনি সংকেত।

এপ্রিলে তীব্র তাপপ্রবাহ দেশের গেল ৭৫ বছরের তাপমাত্রার রেকর্ড ভেঙেছে। যুক্তরাষ্ট্রের মেডিকেল এনটোমোলজিক্যাল জার্নালের এক গবেষণা অনুযায়ী দেশে গেল দুই দশকে বৃষ্টিপাতের হার কমলেও বর্ষার আগে-পড়ে বৃষ্টির পরিমাণ বেড়েছে।

গবেষকরা বলছেন, তাপমাত্রা বৃদ্ধির পর এমন থেমে থেমে বৃষ্টি এডিসের প্রজননের হার বাড়ায় দ্বিগুণহারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের চেয়্যারম্যান ড. সুব্রত কুমার সাহা জানান, এলনিনো প্রভাব কেটে এখন দেশে লা নিনা প্রভাব চলছে ফলে বৃষ্টির কারণে তাপমাত্রা কমলেও বাড়বে মশার প্রজনন।

তিনি বলেন, 'সাধারণত গ্রীষ্মে ও বর্ষাকালে আমরা ডেঙ্গুর প্রকোপ বেশি দেখে থাকি। পানি জমে থাকে। তাপমাত্রার একটা সম্পর্ক আছে। এই তাপমাত্রা একটু বেশি বৃষ্টি হলে কমে যাবে আর এতেই মশার উপদ্রব বাড়বে।'

২০২৩ সালে ডেঙ্গুতে মৃত্যুর হার দুই যুগের সব রেকর্ড ভেঙে দিলেও চলতি বছর এপ্রিল পর্যন্ত মৃত্যু হয়েছে ২৭ জনের। জনস্বাস্থ্যবিদরা বলছেন, সিটি করপোরেশন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমন্বয়হীনতায় ডেঙ্গু আক্রান্তের হার নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. এম মুশতাক হোসেন বলেন, 'ডেঙ্গু রোগী হয়তো দ্রুত কমাতে পারবো না তবে যেটা করতে পারি মৃত্যু কমিয়ে আনা যেতে পারে। চিকিৎসা সেবাকে বিকেন্দ্রীকরণ করতে পারলে এইটা কমানো সম্ভব।'

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী মে মাসে সারাদেশেই বৃষ্টির সম্ভাবনা আছে। বৃষ্টির পরে তাই দুই সিটি করপোরেশনের ডেঙ্গু উচ্চ ঝুঁকি সম্পন্ন এলাকায় বেড়েছে মশার উপদ্রব। এলাকাবাসীর অভিযোগ, প্রতিবছর বর্ষা মৌসুমে মশা বাড়লেও নেয়া হয় না কার্যকরী পদক্ষেপ।

বাসিন্দাদের একজন বলেন, 'স্প্রে করার পর যতখন ধোয়া থাকে ততক্ষণ মশা থাকে না এরপর যা আবার তাই হয়ে যায়। স্প্রে তেমন কোনো কাজ হচ্ছে না।'

বর্ষা মৌসুম নিয়ে দুই সিটি করপোরেশনের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে তাদের পাওয়া গেল সেই গতানুগতিক উত্তর।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম বলেন, 'আমাদের মশা নিধনের কার্যক্রম চলমান রয়েছে। দুই বেলা করে এখন স্প্রে করে ওষুধ প্রয়োগ করা হচ্ছে।'

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ফজলে শামসুল কবীর বলেন,  'আমাদের যেসকল এলাকায় মশা উপদ্রব বেশি যেসব এলাকার জনগণকে বিভিন্ন সচেতন করা হচ্ছে। '

সাধারণত মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু মৌসুম ধরা হলেও এখন সারাবছরই দেশে ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে মানুষ।

ইএ