পরিষেবা
অর্থনীতি
সংসদে পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা বিল-২০২৪ উত্থাপন
পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা বিল-২০২৪ সংসদে উত্থাপন করা হয়েছে। অর্থমন্ত্রীর পক্ষে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান বিলটি উত্থাপন করেন। আজ (সোমবার, ৬ মে) জাতীয় সংসদের অধিবেশনে বিলটি উত্থাপন করেন তিনি।

অর্থ প্রতিমন্ত্রী বলেন, 'বিলটি বাংলাদেশে প্রথম। বিলটি পাশ হলে সাধারণ মানুষের জন্য উপকার হবে। আর্থিক বিভিন্ন খাতে তারা সহজে অবদান রাখতে পারবে। পাশাপাশি বিভিন্ন আর্থিক নিষ্পত্তির ক্ষেত্রে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ কমবে। যে সব প্রতিষ্ঠান নিয়ম না মেনে বিভিন্ন আর্থিক হিসাব নিকাশ নিষ্পত্তি করে তারা একটি আইনের আওতায় আসবে।'

বাংলাদেশ পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা বিল-২০২৪ আগামী ১৫ ‍দিনের মধ্যে অর্থ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির কাছে প্রেরণ করা হবে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী।

এমএসআরএস